ঢাকাশনিবার , ৩১ ডিসেম্বর ২০২২
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান জবর দখলের অভিযোগ

সময়ের সংবাদ
ডিসেম্বর ৩১, ২০২২ ৮:১১ পূর্বাহ্ণ
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের তাড়াশে তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তালম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেকের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও জবর দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম শাহীন সরকার। সে সরকারি খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের একজন অনুমোদিত ডিলার। (৩০ ডিসেম্বর) শুক্রবার বিকেলে চেয়ারম্যানের হুকুমে তার বড় ভাই শাহাদত হোসেন ঐ ব্যবসায়ীর রানীহাট বাজারের মাড়াই কল (কৃষি যন্ত্র) রাখার ঘরটি ভাংচুর করে জবর দখলে নেওয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী শাহীন সরকার ও স্থানীয় লোকজন।
সরকার ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সত্বাধিকারী ও সরকারি খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের অনুমোদিত ডিলার ভুক্তভোগী শাহীন সরকার বলেন, তিনি ২০১৮ সালে হৃদয় বৈরাগীর কাছ থেকে রানীহাট বাজারের জায়গাটুকো কিনে নেয়। এরপর ঐ জায়গায় ঘর করে ধান মাড়াই কল রেখে কৃষকের কাছে বিক্রি করেন। কিন্তু তার ঘরটি চেয়ারম্যান আব্দুল খালেকের হুকুমে তার ভাই শাহাদত হোসেন ভেঙে ফেলেছেন। এখন তার মাড়াই কলগুলো অরক্ষিত রয়েছে। যার মূল্য পাঁচ লক্ষাধিক টাকা।
শাহীন সরকার আরো বলেন, আমার রানীহাট বাজারের ব্যবসা প্রতিষ্ঠানটি আব্দুল খালেক উদ্বোধন করেছিলেন। তখন তিনি তালম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
এদিকে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থল রানীহাট বাজারে পৌঁছানোর পর চেয়ারম্যানের ভাই শাহাদত হোসেন ব্যবসায়ী শাহীন সরকারকে মারার জন্য আক্রমনাত্মক আচরণ করেন। বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠান ফেলে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন। চেয়ারম্যানের আরেক ভাই আব্দুল মালেক সেখানে চুপচাপ দাড়িয়ে ছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় লোকজন বলেন, রানীহাট বাজারে বেশ কয়েক বছর ধরে শাহীন সরকার ধান মাড়াই কলের ব্যবসা করে আসছেন। চেয়ারম্যান আব্দুল খালেক নেপথ্যে থেকে তার ভাইদের দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের জায়গাটুকো জবর দখলে নেওয়ার চেষ্টা করছেন।
সরজমিনে দেখা যায়, দোকান ঘরটির চার পাশের টিনের বেড়া ও দরজা ভেঙে ফেলা হয়েছে। ঐ ঘরের মধ্যে পাঁচটি ধান মাড়াই কল রয়েছে।
তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক বলেন, শাহীন সরকারের ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা আগে আমাদের ছিলো। পরে হাত বদল হয়ে যায়। তিনি এ নিয়ে লেখালেখি করতে নিষেধ করেন।
উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ বলেন, জবর দখল কাম্য নয়। বৈধতা যার জায়গা তার।
এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, শাহীন সরকার সরকারি খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের একজন অনুমোদিত ডিলার। ইউএনও’র সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।