গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
জেলার তাড়াশে শুক্রবার সকালে অভিযান চালিয়ে চার হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসব কারেন্ট জালের বাজার মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা।
মৎস্য অফিসার মো. হাফিজুর রহমান জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মুহাম্মদ মনসূর উদ্দিনের নেতৃত্বে মৎস্য অফিসের ১২ জন স্টাফ শুক্রবার সকালে তাড়াশ সদরের তাড়াশ বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে আব্দুল মালেক ও মহসীন আলী নামে দুই ব্যবসায়ীর দোকান থেকে চার হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। তবে ব্যবসায়ীদের কাউকে আটক করা যায়নি। পরে উপজেলা মৎস অফিসের সামনে একটি উনমুক্ত স্থানে জনসম্মুখে নিশিদ্ধ কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।