গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
জেলা পরিষদের ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত জেলার তাড়াশে গৌর নিতাই সেবা আশ্রম ভবনের উদ্বোধন করা হয়েছে। এ লক্ষ্যে বুধবার দেশীগ্রাম ইউনিয়নের ক্ষিরষিণ গ্রামের গৌর নিতাই আশ্রম ভবন প্রাঙ্গনে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন আশ্রম পরিচালনা কমিটি। এতে সভাপত্বি করেন দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুস। জেলা পরিষদের প্রশাসক, সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস প্রধান অতিথি থেকে এর শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার। এ ছাড়াও বক্তৃতা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মাহবুব আলম, উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক, জেলা পরিষদের সদস্য ডা. গজেন্দ্রনাথ মাহাতো, তোফাজ্জল হোসেন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।