গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
বিবাদমান জমির গাছ কাটা নিয়ে সিরাজগঞ্জের তাড়াশে আমীর হোসেন (৭২) নামে এক বৃদ্ধকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। শুক্রবার উপজেলার নওগাঁ ইউনিয়নের ইসলামপুর গ্রামের এ ঘটনা।
স্থানীয়ভাবে এবং থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, ঐ গ্রামের রফিক মিঞা নামে এক প্রভাবশালীর সঙ্গে আমীর হোসেনের জমি সংক্রান্ত বিষয়াদী নিয়ে মামলা চলে আসছিলো। সম্প্রতি আদালত আমীর হোসেনের পক্ষে রায় দেন। জমিতে ছোট-বড় বেশকিছু গাছ লাগানো ছিলো। ঘটনার দিন বিকেলে অভিযুক্ত রফিক মিঞা দলবল নিয়ে জোরপূর্বক গাছগুলো কাটতে থাকে। এ সময় আমীর হোসেন বাধা দিতে গেলে তিনি এবং তার ছেলে মকুল হোসেন (৩২) বৃদ্ধকে বেধরক পিটিয়ে আহত করে। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
তাড়াশ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সজিব রায় জানান, বৃদ্ধের মাথার দু’পাশে পাঁচটি করে ১০ টি সেলাই দেওয়া হয়েছে। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান জানান, থানায় মামলা হয়েছে। আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।