গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
তাড়াশে গরু খোয়ারে দেওয়ায় মুঞ্জিল হোসেন (৩৬) নামে এক প্রান্তিক কৃষককে বেধরক মারপিট করেছে আলহাজ আলী (২৫) নামের প্রভাবশালী। মূমুর্ষূ অবস্থায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনাটি উপজেলার বারুহাস ইউপির পলাশি গ্রামের।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ওই গ্রামের আলহাজের একটি গরু মুঞ্জিলের পাট ক্ষেতের বেশ খানিকটার পাট গাছ খায় এবং নষ্ট করে। এ কারণে মুঞ্জিল গরুটি পাশের কুসুম্বী গ্রামের খোয়ারে দেয়। তাৎক্ষণিক বিষয়টি আলহাজ জানতে পেরে কুসুম্বী গ্রামে ছুটে যায় এবং সেখানেই তাকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। এ সময় কুসুম্বী গ্রামের লোকজন প্রভাবশালী আলহাজকে আটকে রেখে স্থানীয় চেয়ারম্যানের হাতে তুলে দেয় এবং মুঞ্জিলকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসিফ রহমান জানান, ঘারে ব্যাথা অনূভব এবং বমি হওয়ার কারণে মুঞ্জিলকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।