ঢাকাশুক্রবার , ২ ডিসেম্বর ২০১৬
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে গরুচোর আটক

সময়ের সংবাদ
ডিসেম্বর ২, ২০১৬ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ
সিরাজগঞ্জ তাড়াশে জাহিদ হাসান (২৭) নামে গরু চোর আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। সে সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের বনকুড়ি গ্রামের সাইদুর রহমানের ছেলে।
তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল আহম্মেদ জানান, বৃহস্পতিবার তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের খড়খড়িয়া গ্রামের দুদু মিয়ার দুটি গরু মাঠের মধ্যে বেধে ঘাস খাওয়ার জন্য রেখে অন্য জমিতে কাজ করছিল। এ সময় গরুচোর জাহিদ হাসান গরু দুটি চুরি করে নিয়ে উপজেলার নওগাঁ হাটে বিক্রি করতে গেলে গরুর দাম চাওয়াকে কেন্দ্র করে হাটে আগত ক্রেতাদের সন্দেহ হয়।
এক পর্যায়ে হাটের ইজাদার ও কয়েকজন স্থানীয় লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করলে চাপে পড়ে চুরির কথা স্বীকার করলে তাকে বেধে রেখে থানায় খবর দিলে তাড়াশ থানা পুলিশ গরুচোরকে আটক করে নিয়ে আসে। গরুর মালিক খবর পেয়ে সেখানে উপস্থিত হলে ঘটনার সত্যতা প্রতিয়মান হয়।  এ ব্যাপারে তাড়াশ থানায় গরুর মালিক দুদু মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।