গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ
সিরাজগঞ্জ তাড়াশে জাহিদ হাসান (২৭) নামে গরু চোর আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। সে সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের বনকুড়ি গ্রামের সাইদুর রহমানের ছেলে।
তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল আহম্মেদ জানান, বৃহস্পতিবার তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের খড়খড়িয়া গ্রামের দুদু মিয়ার দুটি গরু মাঠের মধ্যে বেধে ঘাস খাওয়ার জন্য রেখে অন্য জমিতে কাজ করছিল। এ সময় গরুচোর জাহিদ হাসান গরু দুটি চুরি করে নিয়ে উপজেলার নওগাঁ হাটে বিক্রি করতে গেলে গরুর দাম চাওয়াকে কেন্দ্র করে হাটে আগত ক্রেতাদের সন্দেহ হয়।
এক পর্যায়ে হাটের ইজাদার ও কয়েকজন স্থানীয় লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করলে চাপে পড়ে চুরির কথা স্বীকার করলে তাকে বেধে রেখে থানায় খবর দিলে তাড়াশ থানা পুলিশ গরুচোরকে আটক করে নিয়ে আসে। গরুর মালিক খবর পেয়ে সেখানে উপস্থিত হলে ঘটনার সত্যতা প্রতিয়মান হয়। এ ব্যাপারে তাড়াশ থানায় গরুর মালিক দুদু মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।