গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
জেলার তাড়াশে বসতঘর ভস্মীভূত হওয়ায় দুই দিন ধরে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে রয়েছেন আকবর আলী (৪৮) ও তার ছেলে আনিছুর রহমান (২৭)। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় সাত লক্ষাধিক টাকার। বসতঘর হারিয়ে তাদের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। ঘটনাটি তাড়াশ সদর ইউনিয়নের মঙ্গলবাড়িয়া গ্রামের।
সরেজমিনে জানা গেছে, শুক্রবার দিনগত রাত আনুমানিক দুইটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কৃষি শ্রমিক আকবর আলীর বসতঘরে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এ সময় ডাক চিৎকারে প্রতিবেশীরা জরো হয়ে আগুন নেভাতে চেষ্টা করে। তৎক্ষণাত পুড়ে যায় আকবর আলী ও তার ছেলে আনিছুর রহমানের পরিবারের খোরাকির চাল, হাস-মুরগি, ঘর-দুয়ারসহ জীবনযাপনের সবকিছু। সেই থেকে তারা খোলা আকাশের নিচে রয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শন করে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল শেখ বলেন, আজকেই পরিবার দুইটির জন্য কিছু খাবার ও কাপরের ব্যবস্থা করবো। ইতোমধ্যে জেলা প্রশাসক মহোদয়ের সাথেও কথা হয়েছে। শিগগিরই তাদের জন্য সরকারি সহায়তা চেয়ে সমাজসেবায় আবেদন পাঠানো হবে। এ সময় তিনি সমাজের বিত্তবানদের ক্ষতিগ্রস্থ পরিবার দুইটির পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।