গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশে খাস জমি, পুকুর ও বসতভিটা দখল নিয়ে হামলার প্রতিবাদে সোমবার মিছিল করেছে গ্রামবাসী। প্রায় পাঁচ শতাধিক নিরীহ মানুষের মিছিলটি মাগুড়াবিনোদ গ্রাম থেকে বের হয়ে তাড়াশ সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় নীরব পদচারণায় প্রভাবশালীদের হামলার প্রতিবাদ জানায় তারা।
এর আগে রবিবার উপজেলার মাগুড়াবিনোদ ইউপির মাগুড়াবিনোদ গ্রামের বরাত আলীর দুই ছেলে প্রভাবশালী আরিফ ও আলতাব গং খাস জমি কেন্দ্র করে নিরীহ গ্রামবাসীর ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় দেশীয় অস্ত্র স্বস্ত্রের আঘাতে অন্তত ২০ জন আহত হয়।
এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান বলেন, ওই ঘটনায় আলতাব ও আরিফ গংয়ের ৩০ জনকে আসামী করে গ্রামবাসীর পক্ষে মামলা করেছেন মাসুদ রানা নামের এক ব্যক্তি। ঘটনার দিনই আরিফকে আটক করা হয়েছে।