ঢাকাবুধবার , ১৪ জুন ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে ক্ষুরারোগে আক্রান্ত হয়ে ৪২ গরুর মৃত্যু, অসুস্থ দের শতাধিক

সময়ের সংবাদ
জুন ১৪, ২০১৭ ৮:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
তাড়াশে ক্ষুরারোগে আক্রান্ত হয়ে এক গ্রামের ৪২ টি গরু মারা গেছে। গ্রাম জুড়ে অসুস্থ হয়ে পড়েছে আরো দের শতাধিক। রোগ থেকে বাঁচাতে অনেকেই গরু নিয়ে চলে যাচ্ছেন দূরের গ্রামে। ঘটনাটি উপজেলার তালম ইউপির চৌড়া গ্রামের।
ওই গ্রামের ক্ষতিগ্রস্থ শফিকুল ইসলাম, আলী হাসান, জাকির হোসেন, আব্দুল মতিন, জয়নাল হোসেন, ময়নাল, আনিছুর রহমান, আবু হোসেন, ইউছুফ আলী, মনছুর রহমান, আব্দুল মজিদসহ অনেকে বলেন, হঠাৎ গ্রামে খুরারোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার ১৫ দিনের মধ্যে ৪০/৪২ টি গরু মারা যায়। পুরো গ্রামে আরো প্রায় দের শতাধিক গরু অসুস্থ হয়ে পড়েছে। রোগ থেকে বাঁচাতে কেউ কেউ তাদের গরু দূরের আত্মীয় বাড়িতে নিয়ে যাচ্ছেন।
এ প্রসঙ্গে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আবু হানিফ বলেন, এটি একটি সংক্রামক রোগ। বাংলাদেশে গরুতে এ রোগের ব্যাপকতা অত্যধিক। একবার খুরারোগ হয়ে গেলে আক্রান্ত গরুকে ভ্যাকসিন দেওয়া যায়না। তারপরও ওই গ্রামে প্রতিনিধি পাঠিয়ে অন্যান্য চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।