গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
তাড়াশে ছাদ্দাম নামের কলেজ ছাত্রের বিরুদ্ধে উপজেলার রাশিদা নামের এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে বিয়ের দাবিতে ছাদ্দামের বাড়িতেই অনশন করছেন রাশিদা।
জানা যায়, ভাগুড়া উপজেলার খান মরিজ ইউনিয়নের খান মরিজ গ্রামের আব্দুর রশিদের মেয়ে রাশিদা খাতুন (২০) তাড়াশ উপজেলার নওগা ইউনিয়নের নওগা জিন্দানী কলেজে ডিগ্রি তৃতীয় বর্ষে পড়ালেখা করছেন। ওই কলেজে একই সাথে পড়ালেখার সুবাদে রাশিদার সাথে নওগা ইউনিয়নের নওগা ভাংসিং পাড়ার সবুজের ছেলে ছাদ্দামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
গত রবিবার সন্ধায় ছাদ্দাম কৌশলে রাশিদাকে বাড়ি থেকে নিয়ে এসে নওগা রঙমহল গ্রামের মাঠের মধ্যে তার দুই বন্ধুর সহায়তায় একটি মটর ঘরে রাতভর ধর্ষণ করে। সকালে লোক জানাজানি হলে ছাদ্দাম বিষয়টিকে অসীকার করলে এলাকার প্রায় চার শতাধিক মানুষ রাশিদাকে ছাদ্দামের বাড়িতে তুলে দেয়। বর্তমানে রাশিদা ছাদ্দামের বাড়িতেই বিয়ের দাবিতে অনশন করছেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান জানান, বিষয়টি শুনেছি, তবে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি।