গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশে মেহেদী হাসান (১৮) নামে এক কলেজ ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। এ ঘটনায় থানায় সাধারণ ডাইরি করা হয়েছে। মেহেদী হাসান উল্লাপাড়া কলেজের এইচএসসির ছাত্র। সগুনা ইউনিয়নের সগুনা গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে সে।
সূত্রে জানা যায়, মেহেদী হাসান জুলাই মাসের ১৪ তারিখে নিজ বাড়ি থেকে কলেজ যাওয়ার কথা বলে বেড়িয়ে পড়ে। সেই দিন থেকে অনেক খোঁজাখুঁজি করে আত্মীয়-স্বজনরা কোথাও তার সন্ধান পাচ্ছেন না। মেহেদী হাসানের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, গায়ের রঙ শ্যামলা, মুখমন্ডল লম্বাটে, মাথার চুল কালো, স্বাস্থ্য হালকা-পাতলা। কলেজ যাওয়ার সময় তার পরনে ছিল নীল রঙের ফুলহাতা চেক শার্ট এবং নীল জিন্স প্যান্ট। ছেলেটিকে না পেয়ে অবশেষে তাড়াশ থানায় গত মঙ্গলবার একটি সাধারণ ডাইরি লিখিয়েছেন তার পিতা মো. আলাউদ্দিন।
এ ব্যাপারে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান বলেন, নিখোঁজ মেহেদী হাসানের সন্ধান পেতে সব রকমের চেষ্টা চলছে।