ঢাকাবৃহস্পতিবার , ২০ জুলাই ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে কলেজের উদ্দেশ্যে বেড়িয়ে ছাত্র নিখোঁজ

সময়ের সংবাদ
জুলাই ২০, ২০১৭ ২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশে মেহেদী হাসান (১৮) নামে এক কলেজ ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। এ ঘটনায় থানায় সাধারণ ডাইরি করা হয়েছে। মেহেদী হাসান উল্লাপাড়া কলেজের এইচএসসির ছাত্র। সগুনা ইউনিয়নের সগুনা গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে সে।
সূত্রে জানা যায়, মেহেদী হাসান জুলাই মাসের ১৪ তারিখে নিজ বাড়ি থেকে কলেজ যাওয়ার কথা বলে বেড়িয়ে পড়ে। সেই দিন থেকে অনেক খোঁজাখুঁজি করে আত্মীয়-স্বজনরা কোথাও তার সন্ধান পাচ্ছেন না। মেহেদী হাসানের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, গায়ের রঙ শ্যামলা, মুখমন্ডল লম্বাটে, মাথার চুল কালো, স্বাস্থ্য হালকা-পাতলা। কলেজ যাওয়ার সময় তার পরনে ছিল নীল রঙের ফুলহাতা চেক শার্ট এবং নীল জিন্স প্যান্ট। ছেলেটিকে না পেয়ে অবশেষে তাড়াশ থানায় গত মঙ্গলবার একটি সাধারণ ডাইরি লিখিয়েছেন তার পিতা মো. আলাউদ্দিন।
এ ব্যাপারে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান বলেন, নিখোঁজ মেহেদী হাসানের সন্ধান পেতে সব রকমের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।