আরিফুল ইসলাম,তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ তাড়াশে কবরস্থানের গেট ও প্রাচীর নির্মাণ কাজের ভিত্তি স্থাপন উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুন) বিকেলে উপজেলার বড়ইচড়া গ্রামের উদ্যোগে বড়ইচড়া গ্রামের কবরস্থানের প্রাচীর ও গেট নির্মাণ কাজের ভিত্তিস্থাপনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ । উদ্বোধন অনুষ্ঠানে তালম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলামিন হোসেনের সনঞ্জালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান আব্বাস, বারুহাস ইউপি চেয়ারম্যান মুক্তার হোসেন, দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, তালম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ খালেক, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লুৎফর কবির লিমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রুবেল, তালম ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা প্রমুখ।