গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
উপজেলা সদর থেকে ১৪কিলোমিটার দূরে তালম ইউনিয়নের গুল্টা গ্রামের গুল্টা বাজার দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে এবার প্রথমবারের মত এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তাড়াশ সি- ৩৬৯ এ কেন্দ্রটিতে কুন্দাশন উচ্চ বিদ্যালয়ের ২৯জন, বিনসাড়া উচ্চ বিদ্যালয়ের ৩২জন, মাঝদক্ষিণা কে.আর.উচ্চ বিদ্যালয়ের ৭২জন, গুল্টা আদিবাসী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২২জন, গুড়পিপুল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ৮৪জন, রানিরহাট সিরাজগঞ্জ বাজার উচ্চ বিদ্যালয়ের ৫০জন এবং তালম বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ২৪জন মিলে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১৩জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। গ্রামীণ পরিবেশের এ কেন্দ্রটিতে এখন পর্যন্ত পরীক্ষার্থী উপস্থিতি শতভাগ।
ইতোমধ্যে কেন্দ্রটি পরীক্ষা চলাকালীন পরিদর্শন করেছেন, উপজেলা সরকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মনসূর উদ্দিন।
সার্বক্ষণিক দায়িত্বে আছেন, উপজেলা পরিসংখ্যান অফিসার মেহেদী হাসান। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন গুল্টা বাজার দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আহমেদ এবং সহকারী কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ভি.এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান।
সি- ৩৬৯ কেন্দ্রটির বেশ কয়েকজন পরীক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, উপজেলা সদরর থেকে দূরে কোলাহল মুক্ত গ্রামীণ পরিবেশে নিজেদের আঙিনায় পরীক্ষা দিতে পেরে বেশ স্বাচ্ছন্দ বোধ করছে তারা।