গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
জেলার তাড়াশে ইদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সোলাপাড়া হাইস্কুল প্রাঙ্গনে তরুণ-তরুণী নাট্যচক্র এর আয়োজন করে। নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিব তাড়াশী। প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন।
বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল হক, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার মো. সেলিম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক সরদার মো. আফছার আলী, ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মো. ফরহাদ আলী বিদ্যুত, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল শেখ প্রমুখ।
আলোচনা সভা, স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুনর্মিলনী পরিণত হয় মিলনমেলায়। অনুষ্ঠানে তরুণ-তরুণী নাট্যচক্র থেকে শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।