ঢাকাশুক্রবার , ৩০ জুন ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে ইউপি সদস্যর ওপর হামলা

সময়ের সংবাদ
জুন ৩০, ২০১৭ ৯:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
জেলার তাড়াশে অজ্ঞাত কারণে আশরাফুল ইসলাম (৩৬) নামে এক ইউপি সদস্যর ওপর হামলা চালিয়েছে শাহিন (৩২) নামের এক ভাড়ায় চালিত মটরসাইকেল চালক। আশরাফুল ইসলাম তালম ইউপির গুল্টা সাত নং ওয়ার্ড থেকে নির্বাচিত সদস্য। হামলায় তিনি আহত হয়েছেন। উপজেলার তালম ইউপির গুল্টা গ্রামের গুল্টা বাজারে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
ইউপি সদস্য আশরাফুল ইসলাম ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার বেলা আনুমানিক ১২ টার দিকে তিনি গুল্টা বাজারে আজগরের চায়ের দোকানে বসেছিলেন। ওই সময় গুল্টা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহিন পেছন থেকে তার ওপর লাঠি দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় তার বাম হাতের কনুইয়ের উপরে মাংসের মধ্যে রক্ত ক্ষরণ হয়ে গুরুত্বর জখম হয়েছে বলে জানিয়েছেন তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের এসএসিএমও মো. কামরুল হাসান।
এদিকে ঘটনার সময় গ্রাম পুলিশ রিনা উড়াও শাহিনকে আটকানোর চেষ্টা করলে সে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে সাধারণ জনতার তোপের মুখে তার ভাড়ায় চালিত মটর সাইকেলটি রেখে দৌঁড়ে পালিয়ে যায়। মটরসাইকেলটি গ্রাম পুলিশের হেফাজতে রয়েছে।
তালম ইউপি চেয়ারম্যান মো. আব্বাস উজ্জামান জানান, শাহিনের অভিভাবক যথাযথ বিচার দিতে ব্যর্থ হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।