নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ তাড়াশে মাধাইনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে মাধাইনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মটরসাইকেল শোডাউন প্রদক্ষিণ করে। এতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলীয় নেতাকর্মীরা অংশ নেয়।
পথ শোভায় চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নান বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রেখে বলেন, আমি এই ইউনিয়নের উপ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছিলাম কিন্তু সীমানা জটিলতা ও করোনার কারণে নির্বাচন স্থগিত হয়েছিল। আবার আমি আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। এছাড়া এলাকার সার্বিক উন্নয়ন, মাদক, সন্ত্রাস ও বাল্য বিয়ে মুক্ত মাধাইনগর ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে সবার সার্বিক সহযোগিতা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দোয়া চান তিনি।