আরিফুল ইসলামঃ
সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামীলীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠেছিল স্থানীয় রাজনীতি। এসময় উপজেলা আওয়ামী লীগ সহ দলটি সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তোপের মুখে পড়ে পিছু হটেন বিএনপি।
জানা যায়, কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার বিক্ষোভ সমাবেশের আয়োজন করে দলটির তাড়াশ উপজেলা শাখা। এসময় উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। এতে সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স ম আফসার আলী। এসময় আওয়ামী লীগের তোপের মুখে পড়েন জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, জনগনের অধিকার নিয়ে মাঠে বিভিন্ন দাবি আদায়ে বিএনপি বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে।
একই দিন সকাল নয়টার থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাড়াশ ডিগ্রী কলেজর সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেন। এ সময় মিছিলকারীরা বিএনপিকে অবাঞ্ছিত ঘোষণা করেন। একই সাথে বিএনপিকে তাড়াশ ছাড়তে আলটিমেটাম দেন ক্ষমতাসীন দলটির নেতাকর্মীরা
এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল বলেন, বিএনপির সন্ত্রাসীরা তাড়াশ সহ পুরো জেলায় সন্ত্রাসী কর্মকান্ড করার চেষ্টা করছে। তাই তাড়াশের পরিবেশ শান্ত রাখতে আমরা তাড়াশ থেকে তাদেরকে চলে যাওয়ার দাবিতে অবস্থান নিয়েছি।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ বলেন,আওয়ামী যুবলীগ একটি স্লোগান নিয়ে আজ রাজপথে দাঁড়িয়েছি, সেটা হলো দেশবিরোধী ষড়যন্ত্রকারী বিএনপি-জামায়াতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কোনো ধরনের ষড়যন্ত্র আর নৈরাজ্য সৃষ্টি করে লাভ হবে না। যেখানেই ষড়যন্ত্র করবেন সেখানেই আপনাদের দাঁতভাঙা জবাব দেবে যুবলীগ।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান বলেন চাঁদাবাজি জমি দখল সহ হেন কাজ নাই যা ওরা করে না। তাড়াশে বিএনপির কোনো সন্ত্রাসী, নৈরাজ্য করতে দেওয়া হবে না।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার বলেন, বিএনপির আমলে তাড়াশের মানুষকে অনেক নির্যাতন করেছে। সাধারন মানুষ ঘর থেকে বাহিরে বের হতে পারে নাই হামলা মামলা দিয়ে নির্যাতন করতো। আজ সে আবার প্রধান মন্ত্রী নিয়ে কটুক্তি করছে। আমরা এ কটুক্তির তীব্র নিন্দা জানাই।