গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
তাড়াশে সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী গোলাম মোস্তফা চিকিৎসাধীন অবস্থায় ঢাকা পদ্মা ক্লিনিকে মারা গেছেন। বৃহস্পতিবার গুড়মা গ্রামে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
এরআগে মঙ্গলবার গুল্টা ৩৬৯-সি কেন্দ্র থেকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে গোলাম মোস্তফা ও তার সহপাঠি পিয়াস আহমেদের মোটরসাইকেলটি গুড়পিপুল-বেরখালি রাস্তার মাঝে অটো ভ্যানগাড়িতে লেগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গাছের সাথে ধাক্কা খায়।
ওই সময় দুজনকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পিয়াসকে ভর্তি রেখে মোস্তফার অবস্থা গুরুতর হওয়ায় তাকে বগুড়াস্থ জিয়া মেডিকেলে রেফার করা হয়। এরপর সেখানে মোস্তফার শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাকে ঢাকা পদ্মা ক্লিনিকে পাঠানো হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।