গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জ তাড়াশে উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো.আব্দুল হক কে গণঅভ্যার্থনা দেয়া হয়েছে। বুধবার সকালে ঢাকা মেডিকেল থেকে দীর্ঘ ২৩ দিন চিকিৎসা শেষে নিজ এলাকায় পৌঁছালে উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরাম, দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ সম্মিলিতভাবে সন্ধায় কাউরাইল ইসহাক-তফের আলী টেকনিক্যাল কলেজ মাঠে “শুকরিয়া আদায় ও অভ্যার্থনা” অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানিকভাবে গণঅভ্যার্থনা জানান।
মাধাইনগর ইউপি চেয়ারম্যান মো. হাসান মির্জার সভাপতিত্বে, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, কেন্দ্রীয় আ’লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ড. মো. হোসেন মনসুর। তিনি আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হকের ওপর হত্যার উদ্দেশ্যে বর্বচিত সন্ত্রাসী হামলার নিন্দা ও তিব্র প্রতিবাদ জানান।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন, বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক, ইউপি চেয়ারম্যানদ্বয় সহ প্রমূখ।
সভাস্থলে পৌঁছানোর পূর্বে তিনি সিরাজগঞ্জ রোড, খালকুলা, মহিষলুটি, দলীয় কার্যালয় সহ বিভিন্ন স্থানে দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ কর্তৃক অভ্যার্থীত হন।
প্রসঙ্গত: ৩০ অক্টোবর তাড়াশ উপজেলা পরিষদ হল রুমে আইন শৃঙ্খলা সভার তুচ্ছ ঘটনায় উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হকের ওপর দুর্বৃত্তরা হামলা করে আহত করে। পরে সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ বাদী হয়ে স্থানীয় সংসদ গাজী ম. ম. আমজাদ হোসেন মিলকে ১নং আসামী করে আরো ১৩ জনের নামে মামলা করেন।