গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
“টেকসই ভবিষ্যত গড়ি-১৭ লক্ষ্য অর্জন করি” প্রতিপাদ্য বিষয় নিয়ে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশ গম্যতা নিশ্চিতকরণ ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সিরাজগঞ্জের তাড়াশে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০১৬ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০ টায় তাড়াশ উপজেলা প্রশাসন ও পরিবর্তন সংস্থার আয়োজনে উপজেলা প্রাঙ্গন থেকে র্যালি বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইউরোপীয় ইউনিয়ন ও লাইট ফর দি ওয়ার্ল্ড-নেদারল্যান্ডস এর অর্থায়নে এবং সিডিডি’র সহযোগিতায় পরিবর্তন স্ক্যান্ড প্রকল্পের আওতায় ৩১জন উপকারভোগী প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে প্রায় ৩ লক্ষধিক টাকার ৯ ধরনের ৩৬টি সহায়ক উপকরণ (৫টি হুইলচেয়ার, ২টি ট্রাইসাইকেল, ৩টি ওয়াকার, ৩টি এ্যালবো ক্র্যাচ, ৪টি টয়লেট চেয়ার, ১০টি অক্সিলারী ক্র্যাচ, ২টি কর্নার চেয়ার, ৩টি স্পেশালচেয়ার ও ৪টি স্ট্যান্ড ইন্ ফ্রেম) বিনামূল্যে বিতরণ করা হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও প্রতিবন্ধী ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ। র্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত দিবসটির তাৎপর্য বিষয়ক আলোচনায় সভাপতিত্ব করেন, পরিবর্তনের পরিচালক আবদুর রাজ্জাক রাজু। বক্তৃতা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান । অন্যদের মধ্যে বক্তৃতা করেন, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম. মোতালেব হোসেন মামুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দেশীগ্রাম প্রতিবন্ধী স্ব-সহায়ক দলের সভাপতি গোলাম রাব্বানী প্রমূখ।