ঢাকাবৃহস্পতিবার , ১৬ মার্চ ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে আট দিন খোলা আকাশের নিচে একটি পরিবার

সময়ের সংবাদ
মার্চ ১৬, ২০১৭ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
বসতিঘর ভস্মীভূত হওয়ায় আট দিন ধরে খোলা আকাশের নিচে বসবাস করছেন তাড়াশের রহিমা খাতুন। অগ্নিকান্ডে পুড়ে গেছে খোরাকির চাল, হাস-মুরগি, ঘর-দুয়ারসহ জীবনযাপনের সবকিছু।  পরিবার পরিজন নিয়ে রাতা কাটাচ্ছেন প্রতিবেশীর এ বাড়ি ও বাড়ি। আর দিনে ঠাঁই হচ্ছে খোলা আকাশের নিচে।
যানা গেছে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১২ টার দিকে হঠাৎ রহিমা খাতুনের বসতি ঘরে আগুন জ্বলে ওঠে। এ সময় ডাক চিৎকারে প্রতিবেশীরা জরো হয়ে আগুন নেভাতে নেভাতে তৎক্ষণাত আগুনে পুড়ে রহিমার আর কিছুই অবশিষ্ট থাকেনা। সবার ধারনা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুল লাগতে পারে।
রহিমা খাতুন বলেন ওই দিন রাতে আমি ঘরে ছিলাম না। আগুন জ্বলতে দেখে ছেলের বউয়ের ঘর থেকে বের হয়ে ডাক চিৎকার শুরু করলে লোকজন এসে অনেকক্ষণ চেষ্টার পর আগুন নেভে। তবে ততক্ষণে আমার একমাত্র বসতিঘরসহ দৈনন্দিন জীবনযাপনের সবকিছু পুড়ে যায়। সেই থেকে আমি পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে এ বাড়ি ও বাড়ি থাকছি। আর দিনে ঠাঁই হচ্ছে খোলা আকাশের নিচে।
সংশ্লিষ্ট বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোক্তার হোসেন জানান, ইতোমধ্যে আমি  অতি দরিদ্র রহিমার পুড়ে যাওয়া বসতিঘর পরিদর্শন করেছি। আজকেই তার পরিবারের জন্য কিছু খাবার ও কাপরের ব্যবস্থা করবো। শিগগিরই তার জন্য সরকারি সহায়তা চেয়ে সমাজসেবায় আবেদন পাঠানো হবে। এ সময় সমাজের বিত্তবানদের রহিমার পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।