গোলাম মোস্বফা, নিজস্ব সংবাদদাতা, সময়ের সংবাদ: তাড়াশে দেশীগ্রাম ইউনিয়নের আরঙ্গাইল গ্রামে একটি গোয়াল ঘরে আগুন দিয়ে গবাদী পশু ও ছাগল পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেছে। আগুনে পুড়ে গেছে ৩টি গবাদি পশু এবং ৬টি ছাগল। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২ লক্ষাধিক টাকার।
এ বিষয়ে ক্ষতিগ্রস্থ জয়নাল আবেদীন বলেন, শুক্রবার রাত ১২টার দিকে তিনিসহ অনেকে পাশের মুদি দোকানের টিভিতে র্যাফেল ড্র অনুষ্ঠানের ফলাফল দেখছিল। এমন সময় হঠাৎ তার গোয়াল ঘরে আগুন জ্বলে ওঠে। ওই সময় সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেও সম্ভব হয়নি। ধারনা করা হচ্ছে দূর্বৃত্তরা আগুন দেওয়ার সময় গোয়াল ঘরের বেড়া এবং ভেতরে ডিজেল অথবা পেট্রোল ছিটিয়ে দেয়। ফলে মুহুর্তের মধ্যেই গোয়ালের ৩টি গবাদী পশু এবং ৬টি ছাগল পুড়ে মারা যায়। এর ক্ষতির পরিমান প্রায় ২লক্ষ টাকা। বিষয়টি থানাকে অবগত করেছেন জয়নাল অবেদীন।
গোলম মোস্তফা
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।