বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ তাড়াশে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সকালে উপজেলা পরিষদের চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যথাযোগ্য মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ শেষে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬৪সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুব সূর্য, মুক্তিযোদ্ধা এস এম আঃ রাজ্জাক, আঃ মান্নান, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান মাষ্টার, সহ সভাপতি মোক্তার হোসেন, হোসনেআরা পারভিন লাভলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান লাবু, সাংগঠনিক খলিলুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খাঁন, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, কৃষকলীগের সভাপতি গোলাম মোস্তফা, সেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল খালেক পিয়াস, যুব মহিলালীগের সভাপতি শায়লা পারভিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ প্রমূখ।