গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জ তাড়াশে আইন শৃঙ্খলা ভঙ্গ করায় ফুটবল খেলা সাময়িক বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার বেলা আনুমানিক ১১ টার সময় তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খানের নেতৃত্বে উপজেলা প্রশাসন কর্তৃক খেলার মাঠের চার পাশের টিনের বেড়া ভেঙে দিলে পরিচালনা কমিটি ফুটবল খেলা সাময়িক বন্ধ রাখার ঘোষণা দেন।
জানা যায়, উপজেলার তালম ইউনিয়নের গুল্টা গ্রামের গুল্টা বাজার হাইস্কুল ফুটবল মাঠে গুল্টা-মানিকচাপরের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্ট ২১০৬ এর আওতায় ১৬ টিমের খেলার আয়োজন করা হয়। ইতোমধ্যে ৮ টিমের খেলা হয়ে গেছে। এলাকায় কোন ধরনের বিনোদন না থাকায় প্রতিটি ম্যাচে দর্শক উপস্থিতি চোখে পড়ার মত।
শুরু থেকেইে মুক্ত মাঠে ১০ টাকায় চেয়ারে বসে খেলা দেখার ব্যবস্থা থাকলেও অষ্টম ম্যাচ থেকে কমিটির সিদ্ধান্তে খেলোয়ার এবং দলগতভাবে আকর্ষনীয় পুরস্কার দেয়ার লক্ষ্যে মাঠের চার পাশে টিনের বেড়া দিয়ে টিকিট কেটে খেলা দেখার ব্যবস্থা করায় তাড়াশ উপজেলা প্রশাসন কর্তৃক চারি পাশের টিনের বেড়া খুলে দেয়া হয়।
এব্যাপারে নবাগত তাড়াশ থানা অফিসার ইনচার্জ মো. মনজুর রহমান জানান, প্রশাসনিক নিয়ম ভাঙায় চারি পাশের টিনের বেড়া খুলে দেয়া হয়েছে। তবে ফুটবল খেলায় কোন বাধা নেই।
খেলা পরিচালনাকারী মো. আতাব আলী জানান, সঙ্গত কারণেই খেলা সাময়িক বন্ধ রাখা হয়েছে। শুক্রবার পরিচালনা কমিটির সভা শেষে সকল নিয়ম কানুন মেনে শিঘ্রই খেলা চালানোর ব্যবস্থা করা হবে।