ঢাকাবৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে আইন অমান্য করায় ছয় জনের জরিমানা

সময়ের সংবাদ
ফেব্রুয়ারি ৯, ২০১৭ ৮:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:

তাড়াশে ইট ভাটায় কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করায় ২জন, জলাধার ভরাট করার অপরাধে ১জন এবং মোটরযান ট্রাফিক আইন অমান্য করায় ৩জন মিলে মোট ৬ জনের ৭৬হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দিনভর অভিযান চালিয়ে সরকারি আইন অমান্য করায় উপজেলা সহকারী অফিসার (ভূমি) মোহাম্মদ মনসূর উদ্দিন এসব অর্থদন্ড করেন।

বিষয়ের পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মনসূর উদ্দিন বলেন, শাহ্আলম ও সাইফুলকে ইট ভাটায় কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করার অপরাধে ৫০হাজার টাকা, জলাধার ভরাট করার অপরাধে মকবুল হোসেনকে ২০হাজার টাকা এবং মোটরযান ট্রাফিক আইন না মানায় ড্রাম ট্রাকের ড্রাইভার ইয়াকুব আলী, রওশন মুন্সী এবং আব্বাস আলীর নিকট থেকে ২হাজার টাকা করে সর্বমোট ৬ জনকে ৭৬হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।