গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জ তাড়াশে সুতিজাল উচ্ছেদ করা হয়েছে। রোবিবার দিনব্যাপী উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামের সাইডখালে অষ্টম বারের মত সুতিজাল উচ্ছেদ উভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান।
জানা যায়, সাইডখাল ব্রিজে পানি প্রবাহের মুখে বাধ দিয়ে বাধা সৃষ্টি করে কতিপয় স্থানীয় প্রভাবশালীরা অবৈধ সুতিজাল পাতায় একদিকে যেমন প্রাকৃতিক প্রাণীজ সম্পদ চলনবিল অঞ্চলের মাছ নিধন হচ্ছিল আবার জলাবদ্ধতা সৃষ্টির কারণে কৃষকের প্রায় দশহাজার হেক্টর জমির রবিশস্য আবাদ অনিশ্চিত হয়ে পড়ে। এনিয়ে পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখলেখি হলে স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে ৩টি খাল থেকে প্রায় তিনলক্ষ টাকার সুতিজাল জব্দ করে পুড়িয়ে দেন। উচ্ছেদ অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মনসুর উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, তাড়াশ থানা এস আই খাইরুল বাসার প্রমূখ।
বিষয়ের পরিপ্রেক্ষিতে ইউএনও মোহাম্মদ জিল্লুর রহমান খান সময়ের সংবাদকে বলেন, উচ্ছেদকৃত তিনটি খালে সুতিজাল পাতায় ধীর গতিতে পানি নিস্কাসন হচ্ছিল। রবিশস্য আবাদ ব্যাহত হওয়ার আসঙ্কায় উচ্ছেদ অভিযান চালানো হয়।