গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
বিশ্বের সকল জীবের শান্তি, মঙ্গল ও কল্যাণ কামনায় ৩২ প্রহর ব্যাপি মহানামা যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন মঙ্গলবার সূর্যদয়ের মধ্য দিয়ে শেষে হয়েছে। এ লক্ষে উপজেলা সনাতন সংস্থার উদ্যোগে সোমবার রাতে তাড়াশে শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে এক সমাপনি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রফেসর ড. হোসেন মনসুর। উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, বারুহাস ইউপি চেয়ারম্যান, মো. মোক্তার হোসেন, জাতীয় চারনেতা পরিষদের তাড়াশ উপজেলা সভাপতি মোছা. মর্জিনা ইসলাম, সাধারণ সম্পাদক মো. সিরাজ সরকার, পূজা উদযাপন পরিষদরে সভাপতি প্রশান্ত ঘোষ, সনাতন সংস্থার সভাপতি তপন কুমার গোস্বামী প্রমুখ।
প্রসঙ্গত: গত শনিবার সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গাজী ম ম আমজাদ হোসেন মিলন ৩২ প্রহর ব্যাপি মহানামা যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন এর শুভ উদ্ভোধন করেন।