গোলাম মোস্তফা, নিজস্ব সংবাদদাতা, সময়ের সংবাদ: অতি দরিদ্রদের জন্য কর্ম সংস্থান কর্মসূচির আওতায় তাড়াশে ৫টি প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। গতকাল মঙ্গলবার বারুহাস ইউপি চেয়ারম্যান মো. মোক্তার হোসেন এ ৫টি প্রকল্পের উদ্বোধন করেন। তিনি বলেন, ৬৫০জন মানুষ এই ৫টি প্রকল্পতে কাজ করার জন্য আবেদন করেছিলেন। তবে যাচাই-বাছাই করে অতি দরিদ্র ২২৫ জন মানুষকে এসব প্রকল্পে কাজের সুযোগ দেওয়া হয়েছে।
প্রকল্পগুলো হচ্ছে লাউশন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা কলেজ মাঠ ভরাট, চৌবাড়িয়া স্কুলের রাস্তায় সুকুমারের বাড়ি হতে বানিয়া পাড় পর্যন্ত রাস্তা মেরামত, বস্তুল জালেম আলীর বাড়ি হতে আবাসন হয়ে মোসলেমের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত, দিঘুরিয়া পাকা রাস্তা হতে দেলোয়ারের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত এবং পেঙ্গুয়ারি আবিরের বাড়ি হতে মোরশেদের বাড়ি হয়ে শাহিনের বাড়ির পুকুর পর্যন্ত রাস্তা মেরামত।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বারুহাস ইউপি সচিব মো. হেলাল উদ্দিন, ইউপি সদস্য শফিকুল ইসলাম, ফরিদুজ্জামান ফরিদ, বিউটি পারভিন, বারুহাস ২নং ওয়াড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. লাবু ইসলাম, আলমাহমুদ প্রমুখ।