ঢাকারবিবার , ২৮ মে ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশের লক্ষাধিক মানুষ তারাবির নামাজের সময় বিদ্যুৎ বঞ্চিত

সময়ের সংবাদ
মে ২৮, ২০১৭ ৫:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:

পবিত্র মাহে রমজানে প্রথম তারাবির নামাজের সময় বিদ্যুৎ বঞ্চিত রয়ে যায় তাড়াশের উত্তরের জনপদের প্রায় লক্ষাধিক মানুষ। নামাজ শুরুর আধা ঘন্টা পূর্বে বিদ্যুৎ চলে যায় এবং নামাজ শেষ হওয়ায় কিছুক্ষণ পর তা ফিরে আসে। পুরো তারাবিহ নামাজের সময় বিদ্যুৎ না থাকায় মসজিদে মসজিদে মুসল্লিদের অনেকে অসুস্থ হয়ে পড়েন। এ ছাড়াও রাতভর প্রতি ঘন্টায়-ঘন্টায় বিদ্যুতের লুকোচুরি চলতেই থাকে।
এ জনপদের শাহালম, আব্দুল হান্নান, লাবু ইসলাম, এসাহাক আলী, জাকির হোসেন, আব্দুল লতিব, মোকলেছুর রহমান এবং হালিম মন্ডল বলেন, প্রতিবার ১ ঘণ্টা থেকে প্রায় ৩ ঘন্টা পর্যন্ত লোডশেডিং দেওয়া হয়। গড়ে দৈনিক ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। লোডশেডিং যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী। রমজানের শুরুতেও লোডশেডিং একই রকম থাকায় শঙ্কিত হয়ে পড়েছেন সকলে। তারা আরো জানায়, অন্য সব মাসের মতই ইফতার, তারাবির নামাজ ও সেহরির সময় বিদ্যুৎ না থাকলে তাদের রোজা রাখতে অবর্ণনীয় ভোগান্তির শিকার হতে হবে।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ তাড়াশ জোনাল অফিসের এজিএম মো. হাসিমুর রমহান জানান, চাহিদার তুলনায় বিদ্যুৎ পাচ্ছি অর্ধেক। প্রথম তারাবির নামাজে যারা বিদ্যুৎ পেয়েছেন দ্বিতীয় দিন তারা ইফতারি পাবেন। অর্থাত সন্ধা সারে ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত এবং রাত আটটা থেকে সারে নয়টা পর্যন্ত। রমজান মাস জুড়ে এভাবেই সিডুইল করা আছে। তবে সর্বরাহ বেশি পাওয়া গেলে একই সাথে উপজেলা জুড়ে বিদ্যুৎ থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।