গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
গ্রামীণ জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন ও সরকারের প্রতিশ্রুত ডিজিটালাইজেশনের সাথে যুক্ত করার লক্ষে তাড়াশের বারুহাস ইউনিয়নের প্রত্যান্ত পল্লীর বিনসাড়া গ্রামে ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর বিনসাড়া বাজার শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার আলহাজ্ব হাফেজ মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে ব্যাংকের রিজিওনাল ম্যানেজার মো. অনিক ইসলাম প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন। তিনি বলেন, বাংলাদেশে শতকরা ১শ জনের মধ্যে হাতেগোনা মাত্র ১৩জন মানুষের ব্যাংক একাউন্ট আছে। তাই ব্যাংকিং সেবা আপামর জনসাধারণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা পর্যায়ক্রমে প্রত্যান্ত পল্লীতে চালু করা হচ্ছে।
এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, বারুহাস ইউপি চেয়ারম্যান মো. মোক্তার হোসেন, এরিয়া ম্যানেজার মো. নূরে আলম, ব্যাংকের উদ্যোগতা মো. হেলাল উদ্দিন, গাজী সাইদুর রহমান সাজু প্রমুখ।