গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশে একদিনে আট ইউপিতে স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক বাজেট ঘোষণা করা হয়েছে। উন্মুক্ত বাজেট সভায় ২০১৭-২০১৮ অর্থ বছরের খসড়া বাজেট এবং উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করা হয়। গতকাল শনিবার সকাল ১০ টা থেকে বাজেট সভা শুরু হয়। এ সময় প্রতিটি ইউনিয়নের জনগণের মতামতের ভিত্তিতে সংযোজন, বিয়োজন, সংশোধন, পরিবর্তন ও পরিমার্জন করে চুড়ান্ত বাজেট ঘোষণা করা হয়।
চেয়ারম্যান মো. বাবুল শেখের সভাপতিত্বে তাড়াশ সদর ইউপির বাজেট সভা অনুষ্ঠিত হয়। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২ কোটি ৩১ লাখ ৬ হাজার পাঁচশ’ টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩০ লাখ পাঁচ হাজার তিনশ টাকা। মোক্তার হোসেন মুক্তার সভাপতিত্বে বারুহাস ইউপির বাজেট সভা অনুষ্ঠিত হয়। বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার পাঁচশ ৬২ টাকা। ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৫ লাখ ৯৮ হাজার ৭শ ৫৬ টাকা। তালম ইউপির বাজেট সভা চেয়ারম্যান আব্বাস উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার ৪শ ৪০ টাকা। ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯৭ লাখ ৫২ হাজার ৪শ ৪০ টাকা। চেয়ারম্যান আমিরুল ইসলাম গ্রহের সভাপতিত্বে নওগা ইউপির বাজেট সভা অনুষ্ঠিত হয়। বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৯২ লাখ ৫শ ২০ টাকা। ব্যয় ধরা হয়েছে অনুরুপ। মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে দেশীগ্রাম ইউপির বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বাজেটে আয় ধরা হয়েছে ২ কোটি ৩৫ লাখ সাত হাজার তিনশ ৫০ টাকা। ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩৩ লাখ ৫৬ হাজার নয়শ ৪০ টাকা। মাগুড়াবিনোদ ইউপির বাজেট সভা চেয়ারম্যান এম আতিকুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৪৫ লাখ ৮১ হাজার চারশ ৪৪ টাকা। ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৮৭ হাজার পাঁচশ ৬২ টাকা। চেয়ারম্যান মো. আবু হাসান মির্জার সভাপতিত্বে মাধাইনগর ইউপির বাজেট সভা অনুষ্ঠি হয়। বাজেটে আয় ধরা হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৮৩ হাজার তিনশ ২০ টাকা । ব্যয় ধরা হয়েছে ২ কোটি লাখ ৯১ হাজার আটশ ৮০ টাকা। সগুনা ইউপির বাজেট সভা চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বাকির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৩২ লাখ টাকা। ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩১ লাখ টাকা।
দিনব্যাপী আট ইউপির বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন, আবু নূর মো. শামসুজ্জামান, উপ পরিচালক (উপ সচিব) স্থানীয় সরকার, সিরাজগঞ্জ। বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মুহম্মদ মনসূর উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মির্জা আকবর আলী মাস্টার, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার প্রমুখ।