গোলাম মোস্তফা, নিজস্ব সংবাদদাতা, সময়ের সংবাদ: চায়ের দোকানে তাস দিয়ে জুয়া খেলার সময় জেলার তাড়াশ উপজেলার ধামাইচ বাজারে অভিযান চালিয়ে ৬ জুয়াড়ীকে হাতেনাতে আটক করেছে তাড়াশ থানা পুলিশ। জুয়াড়ীদের বিরুদ্ধে জুয়া আইনের ৪ ধারায় মামলা দিয়ে রবিবার বিকেলে সিরাজগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, রবিবার সকালে ধামাইচ বাজারের ময়ছের আলীর চায়ের দোকানের ভিতর ওই ৬ জুয়ারী জুয়া খেলছিল। এসময় তাড়াশ থানা পুলিশ পোপন সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।
আটককৃতরা- উপজেলার মেহের নগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে নান্টু (৩৫), সমুতুল্লাহ সরকারের ছেলে জাহিদ (৪০), ঈশ্বরপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে সোহরাব আলী (৪৫), পিয়াস উদ্দিনের ছেলে হোসেন আলী (২৭), নওশের প্রামানিকের ছেলে আবু তালেব (৪২) এবং বিন্নাবাড়ি গ্রামের জাবেদ আলীর ছেলে মিনহাজ (৪৫)।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন, তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান।