ঢাকাসোমবার , ৪ এপ্রিল ২০২২
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে তারাবির নামাজের সময় বিদ্যুৎ বিভ্রাটে জনভোগান্তি চরমে

সময়ের সংবাদ
এপ্রিল ৪, ২০২২ ৭:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

তাড়াশ (সিরাজগঞ্জ)ঃ

সিরাজগঞ্জের তাড়াশে রমজানের শুরুতেই বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বিশেষ করে তারাবির নামাজের সময়ে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এ উপজেলার চার লক্ষাধিক মানুষকে। এদিকে তাড়াশ পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছেন, গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে।
(০৪ এপ্রিল) সোমবার উপজেলার আট ইউনিয়নে খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার দিবাগত রাতে তারাবির নামাজ শুরুর আগে বিদ্যুৎ চলে যায়। এরপর তারাবির নামাজ শেষ হওয়ার বেশ কিছু সময় পর বিদ্যুৎ আসে। তাছাড়া অনেক এলাকাতে ইফতারের সময় থেকে তারাবির নামাজ অবদি বিদ্যুতের দেখা মেলেনি। কিন্তু তাড়াশ সদরে ভিন্ন চিত্র ছিল। কেবল ঐ নির্দিষ্ট এলাকাটুকোয় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ মেলে।
তাড়াশ পৌর এলাকার কহিত গ্রামের শফিকুল ইসলাম, বারুহাস ইউনিয়নের বস্তুল গ্রামের খায়ের আহমেদ, সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামের শিপন আহমেদ, দেশিগ্রাম ইউনিয়নের কাটাগাড়ি গ্রামের সাদ্দাম হোসেন, মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের শাহালম হোসেন, মাধাইনগর ইউনিয়নের ভিকমপুর গ্রামের আব্দুল হান্নান, নওগাঁ ইউনিয়নের মাটিয়া মালিপাড়ার মতিউর রহমান, তালম ইউনিয়নের তালম গ্রামের উজ্জল হোসাইনসহ অনেকে বলেন, তারাবির নামাজের সময় বিদ্যুৎ না থাকায় আমরা অসহনীয় কষ্ট পাচ্ছি। মসজিদের মধ্যে ভ্যাপসা গরমে ঘেমে ও রাতে ঘুমাতে না পেরে পুরোদমে অসুস্থ হওয়ার দশা হয়েছে।
ভুক্তভোগীরা আরো বলেন, দেশে লোডশেডিং নেই। কেন ঘন-ঘন বিদ্যুৎ যায়। দ্রæততম সময়ের মধ্যে এহেন বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চাই।
এ প্রসঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির তাড়াশ জোনাল অফিসের ডিজিএম নিরাপদ কুমার দাশ সময়ের সংবাদকে বলেন, জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ কম দিচ্ছে। ফলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা যাচ্ছেনা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।