গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
নওগাঁ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. জাকির হোসেন রনির পক্ষে তৃণমূলের মানুষ দাবি তুলেছেন। বুধবার বিকেলে হাজারো মানুষ মটরসাইকেল ও ভ্যান-রিক্সা করে নওগাঁ ইউনিয়ন ঘুরে তাড়াশ উপজেলা সদরে প্রবেশ করে। এ সময় তারা মনোনয়ন প্রত্যাশী রনির পক্ষে স্লোগান দিতে থাকেন। একই সঙ্গে প্রচারণামূলক লিফলেট বিতরণ করেন।
জাকির হোসেন রনি ২০০৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভাষা বিভাগ সংস্কৃতিতে অনার্স-মাস্টার্সে ভর্তির সুবাদে এলাকার গন্ডী পেরিয়ে সংগ্রামী রাজনৈতিক জীবনে জড়িয়ে পড়েন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সৈয়দ আমীর আলী হল শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। নওগাঁ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ইতোমধ্যে তার পক্ষে গ্রামে-গ্রামে গণসংযোগ, মতবিনিময় সভা করছেন তৃণমূলের লোকজন।
উল্লেখ, “অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন” শীর্ষক এক প্রশিক্ষণে যোগদানের উদ্দেশ্যে এ বছর জুলাই মাসের ২২ তারিখ মটরসাইকেল যোগে বাড়ি থেকে সিরাজগঞ্জ শহরে রওয়ানা হন নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আমিরুল ইসলাম গ্রহ। পথের মধ্যে বাস চাপায় মৃত্যু হয় তার।