ঢাকাশনিবার , ২১ জানুয়ারি ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তামিম

সময়ের সংবাদ
জানুয়ারি ২১, ২০১৭ ৭:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

সময়ের সংবাদ: একটা জায়গায় সাকিব আল হাসানের সঙ্গে মিলে গেল তামিম ইকবালের। দু’জনেরই টেস্ট অধিনায়কত্বে অভিষেক আচমকা। সাকিব আল হাসান ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজে খেলতে গিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজার ডেপুটি হিসেবে। কিংসটাউনে প্রথম টেস্টে খেলতে নেমেই চোটে পড়েন মাশরাফি। ম্যাচের বাকিটা সময় দল পরিচালনার পর দ্বিতীয় টেস্টে অধিনায়ক হয়েই মাঠে নামেন সাকিব। এ যাত্রায় কুশিলব মুশফিকুর রহিম আর তামিম। ওয়েলিংটন টেস্টে মুশফিককে ব্যটিংয়ে পাওয়া গেলেও ফিল্ডিংয়ে পাওয়া যায়নি। বলের আঘাতে অ্যাম্বুলেন্সে শুয়ে মাঠ ছাড়তে হয়েছে। ফিল্ডিংয়ের অধিনায়কত্ব ছিল তামিমের কাঁধে। তামিমকে পরিচালনা করতে হচ্ছে ক্রাইস্টচার্চে আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টও। কিন্তু অধিনায়ক হয়ে টস করতে নামার অভিজ্ঞতাটা এবারই প্রথম।

যে কোনো ‘প্রথম’-এর অভিজ্ঞতাই হয় বেশ রোমাঞ্চকর। জাতীয় দলের অধিনায়ক হয়ে কালো ব্লেজার পরে টস করতে নামার অভিজ্ঞতা তো ক্রিকেটার মাত্রেরই অনন্য অর্জন। সেই অর্জনের ভাগিদার হতে তামিমও উন্মুখ হয়ে আছেন অনেক দিন ধরে। অনানুষ্ঠানিক আলাপচারিতায় অনেকবারই বলেছেন, বাংলাদেশ দলকে নেতৃত্ব দিতে চান। অবশেষে সে সুযোগটা চলে এলো আচমকাই। কিন্তু বহু আরাধ্যের সেই সুযোগটা ঠিকঠাকমতো উপভোগ করতে পারছেন কই? প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে মাঠে নামার আগে চোট-আঘাত নিয়ে জর্জরিত হয়ে যাওয়া দল নিয়েই কথা বলতে হলো বেশি। অধিনায়কত্বের কৃতিত্ব হিসাব হয় দলের নৈপুণ্যে। কিন্তু নৈপুণ্যের মূলে প্রধান ভরসা যারা, তারা না থাকলে আর কি কৃতিত্ব পাওয়া সম্ভব? টেস্টে বাংলাদেশের ব্যাটিংয়ের মূল দুই স্তম্ভ মুশফিকুর রহিম আর মুমিনুল হককে পাচ্ছেন না। ব্যাটিংয়ে নিজের স্বাচ্ছন্দ্য সঙ্গী ইমরুল কায়েসও নেই। একাদশে তাই একাধিক অভিষিক্ত। আর ঘাসের উইকেটে নামতে হচ্ছে অনভিজ্ঞ তিন পেসার নিয়ে। যাদের তিনজনের টেস্ট খেলার সম্মিলিত অভিজ্ঞতাই পাঁচ টেস্টের। আর এমন একটা দল নিয়ে তামিমের সামনে সিরিজ বাঁচানোর লড়াই। ওয়ানডে, টি২০ সিরিজে হোয়াইটওয়াশ আগেই। প্রথম টেস্টটা জেতার স্বপ্ন তৈরি করেও শেষ দিনে দুঃস্বপ্নের হার। পুরো সফর হোয়াইটওয়াশ এড়াতে হলেও অন্তত একটা ড্র দরকার। কিন্তু সশস্ত্র প্রতিপক্ষের বিপক্ষে যুদ্ধ জয়ের জন্য তামিমের হাতে কেবল কয়েকটা লাঠিই যেন সম্বল!

বহু আকাঙ্ক্ষার অধিনায়কত্ব কি তাই তামিমের জন্য উল্টো চাপই হয়ে গেল? তামিমের উত্তর শুনুন, ‘চাপের কিছু নেই। অধিনায়কের কিছু হলে দায়িত্ব নিতে হবে, এটা ভেবেই আমাকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমার যে দায়িত্ব, ঠিকমতো করতে পারলে তা সবার জন্য ভালো হবে। আমার দিক দিয়ে চেষ্টা করব সবকিছু ঠিকভাবে করা। একটা পরিকল্পনা তো থাকবেই। পাশাপাশি ম্যাচের পরিস্থিতি অনুযায়ীও পরিকল্পনা করতে হবে। সব সময় আমার পরিকল্পনা কাজে দেবে এমনও নয়। তবে ঠিক উদ্দেশ্য নিয়ে পরিকল্পনা করেছিলাম কি-না, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ।’ তামিম প্রথমবার সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন ২০১০ সালের ডিসেম্বরে। অধিনায়ক তখন সাকিব। তবে পরের বছরই জিম্বাবুয়ে সিরিজে খারাপ করার পর অধিনায়ক, সহ-অধিনায়ক দু’জনেরই দায়িত্ব চলে যায়। তামিম ফের ডেপুটি হন ২০১৪-তে। দায়িত্বটা শুরু টেস্ট ফরম্যাটের। প্রায় আড়াই বছর পর হঠাৎ করে অধিনায়কত্বের দায়িত্ব পেলেও তামিম চান নিজের যোগ্যতা প্রমাণ করতে, ‘আমার জন্য এটা অধিনায়কত্ব প্রমাণের সুযোগ। আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব আমার জন্য নতুন। ঘরোয়া ক্রিকেটে যদিও অনেক দিন করেছি। আমার জন্য এটা শেখারও সুযোগ। আমার মানসিকতা আক্রমণাত্মক। ব্যাটিং ওভাবেই করতে পছন্দ করি। অধিনায়ক হিসেবেও যতটা সম্ভব ইতিবাচক থাকতে চাই।’ তামিমের অধিনায়কত্বের অভিজ্ঞতা মূলত বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার লীগে। বিপিএলের চার আসরেই চিটাগাং ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়েছেন। আর গত বছরের ডিপিএলে তার নেতৃত্বে খেলা আবাহনীই লীগ শিরোপা জেতে। নিউজিল্যান্ডের কন্ডিশন আর দলের বর্তমান দুরবস্থা বিবেচনায় ক্রাইস্টচার্চে ভালো কিছুর আশা করা কঠিন। তামিমের চাওয়া সতীর্থদের সহযোগিতা, ‘আমরা টিম মিটিংয়ে যেসব পরিকল্পনা করছি, চিন্তা করছি, খেলা শুরুর আগেও করব। এসব ঠিকমতো কাজে লাগাতে পারলে ভালো ফল আসবে। অধিনায়ক আমি হলেও সবারই সহযোগিতা লাগবে। আমি পরিকল্পনা বললাম, বোলার অন্যভাবে বল করল_ তাহলে তো হবে না। সবাই একপথে হাঁটতে হবে। তাহলে আমার কাজটা সহজ হবে, বাকি দশ জনের জন্যও।’ – See more at: http://bangla.samakal.net/2017/01/20/264120#sthash.lyG4nRRM.dpuf

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।