ঢাকাশনিবার , ১৬ জুলাই ২০২২
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

চলনবিলে নৌকায় অশ্লীল নৃত্য, অধিকাংশই কিশোর

সময়ের সংবাদ
জুলাই ১৬, ২০২২ ৬:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

চলনবিলে বর্ষায় নৌকাতে অশ্লীল নৃত্যে মেতে ওঠেন নাচনেওয়ালীরা। এদের সঙ্গে নাচ করেন অধিকাংশই কিশোর ছেলে। বিলের পানি বৃদ্ধির সাথে বাড়তে থাকে এ ধরনের অশ্লীলতা।
বিশেষ করে চলনবিল অধ্যূষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পর্যটন খ্যাত কুন্দইল সেতু এলাকায়, নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলশা এলাকায় ও সিংড়া উপজেলার তিসিখালির হজরত ঘাসি দেওয়ান (রহ.) এর মাজার শরিফ এলাকায় সকাল থেকে গভীর রাত অবধি উচ্চ স্বরে গান বাজিয়ে চলে নাচ।
গুরুদাসপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোরবানীর ঈদের পরের দিন নৌকায় অশ্লীল নৃত্যের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তারপর থেকে অভিযান চালিয়ে উচ্চ স্বরে গান বাজানোর ৬টি মিক্সার মেশিন জব্দ করা হয়েছে।
এদিকে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গত বুধবার তাড়াশের মাগুড়া বিনোদ ইউনিয়নের মাগুড়া গ্রামের ২৪ জন কিশোর ছেলেকে আটক করে থানায় আনা হয়। তাদের নৌকাতে নাচনেওয়ালী ছিলোনা। পরে বয়স বিবেচনা করে শিশু আইন অনুযায়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে মুচলেকা দিয়ে নিজ নিজ অভিভাবকরা ছাড়িয়ে নেন ।
বগুড়া নগর আজিরণ রাবেয়া মহিলা আলিম মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক মো. ওবায়দুল হোসাইন বলেন, বর্ষা মৌসুমে চলনবিলে প্রতিবছর ঘুরতে আসেন ভ্রমণপিপাসু লোকজন। আমি শুক্রবার বিকেলে স্ত্রী ও স্বজনদের নিয়ে চলনবিলে গিয়েছিলাম। এরপর চোখের সামনে দিয়ে একের পর এক নৌকা পাড় হয়ে যায় অশ্লীল নৃত্য করতে করতে। দিন দিন বিলের মধ্যে নৌকায় অসামাজিক কার্যকলাপ বেড়েই চলেছে। এ ধরনের অপসংস্কৃতি রোধ করা না গেলে চলনবিল পর্যটক শূণ্য হয়ে পড়বে।


সরজমিনে (১৫ জুলাই) শুক্রবার বিকেলে দেখা যায়, কুন্দইল ও বিলশা পর্যটন খ্যাত এলাকাতে প্রায় অর্ধ শতাধিক নৌকায় নাচ-গানের আয়োজন। সেসব নৌকার কোনটাতে নাচনেওয়ালীসহ কিশোর ছেলেরা রয়েছেন। কোন নৌকাতে কেবল ছেলেরাই নাচ করছেন।
এ প্রসঙ্গে সিংড়া থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, নজরদারি অব্যাহত রয়েছে। আটক করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে কিশোর ছেলেদের পিতা-মাতাকে সচেতন থাকতে হবে। যেন উৎসবের দিনগুলোয় সন্তানেরা অপসংস্কৃতিতে জড়িয়ে না পড়েন।

 

ক্যাপশন:
তাড়াশ (সিরাজগঞ্জ): কোরবানীর ঈদের পরের দিনের ছবি বিলশা পর্যটন এলাকার

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।