যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের দায়িত্ব গ্রহণ করেই ট্রাম্প একসঙ্গে ৮০ রাষ্ট্রদূতকে বরখাস্ত করেন। সেই সঙ্গে ওবামাকেয়ার বাতিলের নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি।
ওবামা প্রশাসনের শেষ মুহূর্তে জারি করে যাওয়া নিয়ম-নীতি স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন এজেন্সিগুলোকে। এগুলো পর্যালোচনা করে দেখবে ট্রাম্পের নতুন প্রশাসন।
বিতর্ক সত্ত্বেও মেয়ের জামাই জ্যারেড কুশনারকে হোয়াইট হাউসের অন্যতম উপদেষ্টা পদে অধিষ্ঠিত করতে বিচার বিভাগের সম্মতি আদায় করে ছেড়েছেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় হ্যাকিং অভিযোগ নিয়ে গোয়েন্দা সংস্থার সঙ্গে তৈরি হওয়া দূরত্ব ঘোচাতে ক্ষমতা গ্রহণের পরদিনই চলে গেছেন ভার্জিনিয়ায়। সেখানে সিআইএ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রাম্প। সিআইএর সঙ্গে বৈঠককালে গণমাধ্যমকে একহাত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার শপথ দেখতে আসা জনসমাগমের আকার নিয়ে গণমাধ্যম মিথ্যাচার করছে বলে অভিযোগ তুলেছেন এবং সাংবাদিকদের পৃথিবীর সবচেয়ে অসৎ মানুষ বলেও উল্লেখ করেন ট্রাম্প। এসব গণমাধ্যমকে দেখে নেওয়ারও হুমকি দিয়েছে হোয়াইট হাউস। ২০০৯ সালে বারাক ওবামার শপথ গ্রহণের অনুষ্ঠানের সঙ্গে ট্রাম্পের শপথ অনুষ্ঠানের জনসমাগমের তুলনা করে টুইটারে বিভিন্ন ছবি প্রকাশ করা থেকে বিরত থাকতে প্রশাসনের তরফ থেকে ন্যাশনাল পার্ক সার্ভিসকে কড়া ভাষায় নির্দেশ দেওয়া হয়েছে।
তার শপথের পর বিক্ষোভে শামিল মানুষদের সম্পর্কেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। এক টুইটার বার্তায় রোববার তিনি বলেছেন, এইসব মানুষ ভোটের সময় কোথায় ছিল। সেলিব্রেটিরাও বেশ জ্বালাচ্ছে।
ট্রাম্প পারমাণবিক কোডের দায়িত্ব গ্রহণ করেছেন। মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে ফোনে আলাপ করেছেন ট্রাম্প। তাদের মধ্যে চলতি মাসের শেষ দিকে সাক্ষাৎ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে কথা বলেছেন ট্রাম্প। মেক্সিকো এবং কানাডার শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে নতুন করে আলোচনার ভিত্তিতে নাফটা নিয়ে কাজ শুরু করতে চান তিনি। তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন তিনি।
আগামী শুক্রবার বিদেশি নেতাদের সঙ্গে প্রথম বৈঠকের সময় হিসেবে ঘোষণা করেছেন ট্রাম্প। এদিন তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী তেরেসা মের সঙ্গে বৈঠক করবেন। চলতি সপ্তাহেই আরও বেশ কিছু নির্বাহী আদেশ জারির প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প।