নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের দক্ষিণ জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ৪ এপ্রিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মইনুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক জব্বার হোসেন রয়েল’র স্বাক্ষরিত এবং মিসেস সুমাইয়া খন্দকার’র সুপারিশক্রমে এক বিজ্ঞপ্তির মাধ্যমে হানিফুল ইসলাম কে সভাপতি ও শাহ সেলিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৪১জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করাা হয়।
নির্বাচিত সভাপতি/সাধারণ সম্পাদক বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা দৃঢ়তার সঙ্গে কাজ করবো। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে কাজ করে যেতে হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।