ঢাকাশনিবার , ২৮ জানুয়ারি ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

উৎসবে শুরু আরচারি

সময়ের সংবাদ
জানুয়ারি ২৮, ২০১৭ ৩:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

সময়ের সংবাদ: মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের পরিবেশটাই অন্যরকম। যে মাঠে স্টিক হাতে নিয়ে লড়াই করতেন দেশি-বিদেশি খেলোয়াড়রা, সেই মাঠে এবার হচ্ছে তীরন্দাজদের লড়াই। নামকরা সব আরচারি তারকার মিলনমেলা। একই ছাদের নিচে বাংলাদেশসহ ১৫টি দেশের আরচাররা। নয়টি স্বর্ণ পদকের জন্য লড়বেন তারা। গতকালই শুরু হয়েছে প্রথম আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আরচারি চ্যাম্পিয়নশিপ। চলবে আগামী সোমবার পর্যন্ত। চার দিনব্যাপী আন্তর্জাতিক আরচারি চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্বের মীমাংসা হবে ৩০ জানুয়ারি। গতকাল প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

হকি স্টেডিয়ামের গোটা পরিবেশই কাল ছিল তীর-ধনুকের দখলে। এখানে যারা এসেছে তাদের কারও কারও পরিবারটাই আরচারির। পরিবারের বেশিরভাগ সদস্যই আরচারি খেলেন। ভুটানে যেমন জাতীয় খেলা আরচারি। তাদের স্বপ্ন নয়টি স্বর্ণের বেশিরভাগই জেতা। একই স্বপ্ন ইরাকেরও। দেশটির আরচারি ফেডারেশনের সভাপতি সাদ আল মাসাদানির পুরো পরিবারই আরচারি খেলেন। তার স্ত্রীও আরচার। ছোট বাচ্চাকেও আরচার বানানোর স্বপ্ন মাসাদানির, ‘আমার পুরো পরিবারই আরচারি খেলে। এমন একটি টুর্নামেন্টে খেলতে এসে আমরা খুবই খুশি। আশা করি এখান থেকে ভালো কিছু নিয়ে যেতে পারব।’ সেই ভালো কিছু যে কয়েকটি স্বর্ণ, তা তো না বললেই নয়।

প্রথমে ১৭টি দেশের খেলার কথা ছিল আন্তর্জাতিক আরচারি চ্যাম্পিয়নশিপে। কিন্তু ভিসা জটিলতায় পাকিস্তানের আসা নিয়ে অনিশ্চয়তা ছিল। সেটা সত্যি হয়েছে। তবে নতুন খবর হলো, পাকিস্তানের সঙ্গে আসেনি ইরানও। টেকনিক্যাল কারণে তারাও খেলতে না আসায় এখন ১৫টি দল নিয়ে হচ্ছে আন্তর্জাতিক আরচারি চ্যাম্পিয়নশিপ। তার পরও প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতা দেখে আরও আরচার উঠে আসবে বলে বিশ্বাস বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মইনুল ইসলাম, ‘টেকনিক্যাল সমস্যার কারণে ইরান ও পাকিস্তান আসতে পারেনি। এখন বাংলাদেশসহ ১৫টি দেশ নিয়ে আমাদের এ আসর। আশা করি আমাদের আরচারিপ্রেমী যারা আছেন এবং যারা ভবিষ্যতে আরচারি খেলতে চান, তারা আমাদের এ গেম দেখে আরও উদ্বুদ্ধ হবেন। আমাদের যে ট্যালেন্টহান্ট প্রোগামটা হয়েছে সেটা দেখে যারা নির্ধারিত হয়েছে তারাও এ খেলা দেখে আরচারি খেলতে আরও উদ্বুদ্ধ হবে এবং তাদের পরিবারও উদ্বুদ্ধ হবে। আমার মনে হয়, বাংলাদেশের আরচারি খেলার মান আরও বাড়বে। আইএসএসএফ, যারা এ খেলার আয়োজন করছে তাদের জন্য প্রথম আরচারি প্রতিযোগিতা। তারা প্রতিবছর আরচারি আয়োজন করবে বলে আমাদের কথা দিয়েছে এবং আগামী বছর এটা বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এটা আমাদের জন্য খুবই ভালো খবর।’ মইনুল ইসলামের মতো আইএসএসএফের জেনারেল ডিরেক্টর খালেদ বিন আল শেখও কথা দিয়েছেন পরবর্তী আসর বাংলাদেশেই অনুষ্ঠিত হবে, ‘এটা ভালো একটা চ্যাম্পিয়নশিপ। আগামীতেও আমরা এ চ্যাম্পিয়নশিপ আয়োজন করব। সেটা বাংলাদেশেই। কারণ এখানকার পরিবেশ সবকিছুই ভালো।’

গতকাল হয়েছে কোয়ালিফিকেশন রাউন্ড। পদকের লড়াই একদিন পরই হবে। আন্তর্জাতিক আরচারি চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের ভালো সম্ভাবনা আছে বলে মনে করেন ফেডারেশনের সভাপতি, ‘ব্যক্তিগত ইভেন্টে আমাদের ভালো সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমরা বিশ্বের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং সেখানে আমরা মোটামুটি ভালো ফল অর্জন করেছি। সেই অর্জর্নকে ধরে রাখার ফলেই আজকে আমাদের এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ব আরচারিতে আমাদের ওপর আস্থার সৃষ্টি হয়েছে।’ – See more at: http://bangla.samakal.net/2017/01/28/266061#sthash.Jp7e514s.dpuf

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।