গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
শুক্রবার বিকেলে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক বিরাট জন সভায় বক্তব্য কালে বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, ১৪ দলের মূখপাত্র প্রধান অতিথি মোহাম্মাদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। বিএনপি নির্বাচনের টেন ফেল করেছেন। ২০১৯ সালের আগে এ দেশের মাটিতে জাতীয় নির্বাচন হবেনা। তিনি আরো বলেন, আগামী নির্বাচনেও আওয়ামীলীগের নিরঙ্কুশ বিজয় হবে।
তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হক। এ জন সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য সিরাজগঞ্জ-৩, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সদস্য ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতী মঞ্চ কার্যনির্বাহী কমিটির সভাপতি গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল হানান খান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মনোয়ারা খাতুন মিনি, জেলা পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য হোসনেয়ারা পারভিন লাভলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, যুবলীগ সভাপতি মো. আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ও ভাইসচেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুত, ছাত্রলীগ সভাপতি আনিছ প্রধান, সাধারণ সম্পাদক পিএম রাসেল প্রমুখ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে “জাতির পিতা এবং জাতির পিতা ও বাংলাদেশ” শিরনামে ২টি নিজের লেখা বই মন্ত্রীর হাতে তুলেদেন চলনবিলের বিশিষ্ট কবি এম. রহমতুল্লাহ।