ঢাকাশুক্রবার , ২৭ জানুয়ারি ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর খুলে গেল ব্রীজের মুখ

সময়ের সংবাদ
জানুয়ারি ২৭, ২০১৭ ৮:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
“তাড়াশে ফসলি জমিতে পুকুর খনন, জলাধার ভরাটের হিড়িক” শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন গত ২০ জানুয়ারিতে দৈনিক ইত্তেফাকে প্রকাশের পর নজর পড়ে প্রশাসনের। যেখানে আরও লেখা ছিল ‘ব্রীজের মুখে মাটি ফেলে মাছ চাষ ও বসত ভিটা তৈরি করা হচ্ছে।’ অবশেষে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান ঘটনাস্থলে গিয়ে বৃহস্পতিবারে মধ্যে মাটি সরিয়ে ব্রীজের মুখ খালি করে দেওয়ার কঠর নির্দেশ দেন।  সেই মোতাবেক গতকাল বৃহস্পতিাবর খুলে গেল ব্রীজটির মুখ ।
সরেজমিন ঘুরে দেখা যায়, মাটি সরানোর ফলে ব্রীজটি পূর্বের অবস্থায় ফিরে এসেছে। লাখো মানুষের মরণ ফাঁদ হয়ে থাকা হামকুরিয়া ওয়াবদা বাঁধ ব্রীজটির মুখের মাটি সরানো ফলে এলাকার মানুষের মধ্যে এক আনন্দ আমেজ লক্ষ্য করা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান বলেন, বিচ্ছিন্নভাবে মাঝে মধ্যেই আমার কাছে এসব জন দূর্ভোগের খবর আসছিল। এরপর ২০ জানুয়ারি দৈনিক ইত্তেফাকে এর একটি পূর্ণাঙ্গ সচিত্র প্রতিবেদন দেখি। পর্যায়ক্রমে ইত্তেফাকের “তাড়াশে ফসলি জমিতে পুকুর খনন, জলাধার ভরাটের হিড়িক” ওই প্রতিবেদনটিতে তুলে ধরা অন্যান্য জন দূর্ভোগের বিষয়েও পদক্ষেপ নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।