ঢাকাশনিবার , ৩০ নভেম্বর ২০২৪
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

ইউনাইটেডে আমোরিমের প্রথম জয়

সময়ের সংবাদ
নভেম্বর ৩০, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

এরিক টেন হাগকে বরখাস্তের পর ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েছিলেন রুবেন আমোরিম। প্রিমিয়ার লিগে কোচ হিসেবে অভিষেক ম্যাচে জয় পাননি। ইপ্সউইচ টাউনের বিপক্ষে সেদিন ১-১ গোলে ড্র করেছিল ইউনাইটেড শিবির। তবে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পেয়েছেন আমোরিম।
ইউরোপা লিগে শুক্রবার রাতে বোদো/গ্লিমটের বিপক্ষে ৩-২ গোলের দারুণ জয় তুলে নিয়েছে তার শিষ্যরা।
ঘরের মাঠে রেড ডেভিলদের শুরুটা হয়েছিল দাপুটে রূপেই। কিপার নিকিতা হাইকিনের হাস্যকর ভুলে প্রথম মিনিটেই হোঁচট খায় বোদো। দলটির গোলরক্ষক ব্যাক পাস নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে রাসমুস হয়লুন্দ থেকে পাওয়া বলকে গোলে রূপ দেন আলেহান্দ্রো গারনাচো। গোল হজমের পর সফরকারীদের ফেরাটা ছিল অবিশ্বাস্য! দ্রুত দুই গোল করে লিড নেয় নওরোজিয়ান ক্লাবটি। যার শুরুটা করেন হাকোন এভজেন। এরপর টাইরেল মালাসিয়াকে বোকা বানানোর পর ইউনাইটেড কিপার আন্দ্রে ওনানাকে পরাস্ত করে ব্যবধান বাড়ান ফিলিপ জিঙ্কারনাগেল। তবে শঙ্কিত না হয়ে বিরতির ঠিক আগেই সমতা ফেরায় ইউনাইটেড। নাসোইর মাজরাওয়ির বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে প্রথম ছোঁয়াতেই জাল কাঁপান হয়লুন্দ। বিরতির পর সেই হয়লুন্দ ফের গোল করলে জয় নিয়েই মাঠ ছাড়ে ইউনাইটেড।
ম্যাচ শেষে দলের খেলা নিয়ে আশাবাদী হওয়ার কথা জানিয়েছেন আমোরিম, ‘আমরা ভালোই শুরু করেছিলাম, কিন্তু এরপর দুই গোল খেয়ে ভুগতে শুরু করি। তবে খেলোয়াড়রা যেভাবে খেলেছে, সেটা আমার ভালো লেগেছে। তারা চেষ্টা করেছে এবং আমার মনে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।