গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশে বহুল আলোচিত সাইফুল ইসলাম (৩৫) হত্যা মামলার আসামি বাচ্চু শেখকে (৪১) শনিবার ঢাকা থেকে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ। একই সঙ্গে তার কাছ থেকে অপহৃত শিশু নাইম হাসানকে (৮) উদ্ধার করা হয়েছে। বাচ্চু শেখ দেশীগ্রাম ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের আবুল শেখের ছেলে। উদ্ধার হওয়া শিশু নাঈম হাসান পার্শ্ববতী রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের বেতুয়া গ্রামের মো. বাবলু মিয়ার ছেলে।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান জানান, ২০১৫ সালের ২৬ ডিসেম্বর দিনগত রাতে বাচ্চু শেখ তার নিজ গ্রামের সাইফুল ইসলামকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করে। ঘটনার পাঁচ-ছয় দিন পর ছিনতাই হওয়া মোটরসাইকেলটি রাজশাহী থেকে উদ্ধার করা হয়। তবে বাচ্চু শেখ পলাতক ছিল।
শনিবার সকাল আনুমানিক ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গাজিপুরের মৌচাক এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এসআই মো. ফিরোজুল ইসলাম ও এএসআই মো. আখেরুল ইসলামসহ পুলিশের একটি টিম। রবিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।