সম্প্রতি এই তারকা এমনটাই জানিয়েছেন বলে এবিপি আনন্দের এক প্রতিবেদনে বলা হয়েছে।
শ্রেয়া মনে করেন, বলিউডে গায়ক গায়িকাদের মুখ্য চরিত্রে রেখে খুব বেশি ছবি হচ্ছে না। যখনই কোনও ছবিতে কোনও গায়ককে নেওয়ার কথা হচ্ছে, তখনই শুধু গায়ক বলেই নাকচ দেওয়া হচ্ছে তাকে।
তার মতে, অভিনয়ে আগ্রহী গায়ক গায়িকাদের ভুল ছবি বাছাই এর মূল কারণ। কিন্তু যদি কোনও ছবিতে সত্যিই তাকে দরকার হয়, তবে তাতে কাজ করতে তার আপত্তি নেই।
শ্রেয়া জানিয়েছেন, ছবির নায়িকা হওয়ার মত আত্মবিশ্বাস নেই তার। অভিনয় করতে পারেন কিনা, তাও জানেন না। অভিনয় শিখতে তাকে কোনও প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। তবে যদি পরিচালকরা তাকে ভরসা জোগাতে পারেন, তবে তার আপত্তি নেই।
এমটিভি আনপ্লাগড-এর সিজন সিক্স-এ দেখা যাবে শ্রেয়াকে। লতা মঙ্গেশকরের গাওয়া বিখ্যাত গজল ‘রসম এ উলফাত কো নিভায়েঁ’ গাইবেন তিনি।
প্রবাদপ্রতিম গানটি গাওয়ার ব্যাপারে ভয় ভয়ও করছে তার। তিনি জানান, তার গান শুনে লতার গাওয়া আসল গানের সঙ্গে তুলনা টানা হবেই। কিন্তু তার জয় তখনই হবে, যদি তরুণ প্রজন্ম এই গানটি নতুন করে শোনে। সঙ্গীতের মঞ্চে তার আত্মবিশ্বাসের কোনও ঘাটতি নেই। সেই বিশ্বাসে ভর করেই গানটি গাইবেন তিনি। – See more at: http://bangla.samakal.net/2017/01/21/264511#sthash.J85ucNPO.dpuf