ঢাকাশনিবার , ৫ আগস্ট ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে তাড়াশে এলাকাবাসীর উদ্যোগে সুঁতিজাল উচ্ছেদ

সময়ের সংবাদ
আগস্ট ৫, ২০১৭ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম এবং বারুহাস ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত ভদ্রবতী নদীর ২৫টি স্থানে বেশ কিছুদিন ধরে সুঁতিজাল পেতে মাছ নিধন করে আসছিল ওই এলাকার এক শ্রেণির প্রভাবশালী। এতে করে একদিকে যেমন মা মাছ ও পোনা নিধন হচ্ছিল, অন্যদিকে নদীতে পানি প্রবাহের পথে বাধা সৃষ্টি হওয়ায় নদীর পানি রোপা আমন ধানের জমিতে ঢুকে তলিয়ে যাচ্ছিল। স্থানীয়রা প্রতিকার চেয়ে উপজেলা প্রশাসনের কর্তা ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে ভদ্রবতী নদী থেকে ২৫টি সুঁতি জালের একটিও প্রশাসনের হস্তক্ষেপে উচ্ছেদ করা হয়নি। অবশেষে শনিবার দিনভর এলাকার লোকজনের উদ্যোগে ওইসব অবৈধ সুঁতিজাল উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্বদানকারী তৌহিদুল ইসলাম, মফিদুল ইসলাম, আবদুল হামিদ, রবিউল ইসলাম, আনিছুল হক, মোহাম্মাদ আলী জানান, নদীতে অবৈধ সুঁতিজাল দেওয়ায় মৎস্য সম্পদের সঙ্গে এলাকার হাজার হাজার বিঘা আবাদি জমির ফসল হুমকির মুখে পড়ে। এ সবের প্রতিকার চেয়ে এলাকাবাসী উপজেলা প্রশাসন বরাবর একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের কর্তা ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর কবির সরেজমিনে নদী এলাকা পরিদর্শন করেন। তবে অদ্যাবদি ভদ্রবতী নদী থেকে ২৫টি সুঁতি জালের একটিও প্রশাসনের হস্তক্ষেপে উচ্ছেদ করা হয়নি। অবেশেষে বাধ্য হয়ে এলাকাবাসী শনিবার দিনভর ওইসব অবৈধ সুঁতিজাল উচ্ছেদ করে।
উপজেলা মৎস্য অফিসার মো. হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে মোবাইল না ধরায় তা সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মনসূর উদ্দিন জানান, নিঃসন্দেহে এলাকাবাসী তাদের নিজেদের উদ্যোগে সুঁতিজাল উচ্ছেদ করে একটি প্রশংসনীয় কাজ করেছেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।