গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
ব্যাটারীচালিত কয়েকশ অটোভ্যানের দৌরাত্ম্যে নাকাল তাড়াশ উপজেলাবাসী। সদরের বাজারকে ঘিরে ভ্যানের এ সংখ্যা প্রায় প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। স্থান সংকটে যত্রতত্র বিশৃঙ্খলভাবে গ্যারেজ করা হচ্ছে এসব ভ্যান গাড়ি। ফলে অন্যসব যানসমূহের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে। এ কারণে ভোগান্তির শেষ নেই।
নিত্য প্রয়োজনে প্রতিদিন হাজার-হাজার মানুষ উপজেলা সদরের তাড়াশ বাজারে আসেন। কোথাও ট্রাফিক নিয়ন্ত্রণ না থাকায় এখানে দিনের সারাক্ষণ জ্যাম লেগেই থাকে। অটোভ্যান, ইজিবাইক, সিএনজি ও নসিমন-ভটভটিসহ বিভিন্ন ধরনের যানবাহন বিশৃঙ্খলভাবে গ্যারেজ করায় সাধারণ মানুষের যাতায়াতে প্রতিনিয়ত দারুণ বিঘ্নের সৃষ্টি হচ্ছে।
অটো ভ্যানের দৌরাত্ম্য নিরসনকল্পে কেন্দ্রীয় হেলিপ্যাড মাঠে গ্যারেজ করার পক্ষে মতামত দিয়েছেন অনেকে। পাশাপাশি জরুরি ভিত্তিতে বাজারের আলেপমোড়ে একজন ট্রাফিক পুলিশ দেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন উপজেলাবাসী।