আরিফুল ইসলামঃ
সিরাজগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ৫নং ওয়ার্ড তাড়াশ উপজেলার আসনের সদস্য শরিফুল ইসলাম তাজফুল।
রবিবার (১লা জানুয়ারি) সিরাজগঞ্জ জেলা পরিষদ থেকে এ তথ্য জানা যায়।
জানা গেছে, জেলা পরিষদের সাধারণ সভায় অস্থায়ী চেয়ারম্যান প্যানেল নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী শরিফুল ইসলাম তাজফুলকে প্যানেল চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।
এদিকে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় শরিফুল ইসলাম তাজফুল সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস, পরিষদের সকল সদস্য ও তাড়াশ উপজেলার সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শুভেচ্ছা জানান। পাশাপাশি দেশের উন্নয়নের অগ্রযাত্রায় সিরাজগঞ্জ জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
Please follow and like us: