তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ তাড়াশে জোরপূর্বক জমি দখলের বাধা দেওয়ায় মারধর করেছে উপজেলার কুমাল্লু গ্রামের অল্লাদি খাতুন নামে এক নারীকে । এমন অভিযোগ করেছেন ওই নারীর স্বামী শরিফুল ইসলাম। তিনি অভিযোগে করে বলেন, এসএ/ আরএস খতিয়ান ৫৮/১১৪ এবং ৩৬৪/৪৩৬ আর,এস দাগের ৬১ শতক জমি নিয়ে আমাদের সাথে বিরোধীয় থাকায় জেলা আদালতে ১৪৪ধারার আবেদন করেন রায়গঞ্জ উপজেলার পুল্লা গ্রামের আব্বাসের ছেলে হাসেম(৩০)। কিন্তু সেই আইন ভঙ্গ করে গত ২৩ ডিসেম্বর শুক্রবার আব্বাসের ছেলে হাসেম(৩০), বাকী বিল্লাহ(৩৭), মাসুম(৪০), গাফ্ফার(৪৫)সহ আরো (অঞাতনামা) লাঠিয়াল বাহিনী নিয়ে জমি দখল করে চাষ করতে আসে। সেখানে আমি বাড়িতে না থাকায় আমার স্ত্রী বাঁধা দিলে তারা তাকে লাঠি সোঠা দিয়ে এলোপাতাড়ি মারধর করে জখম করে দেয়।তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নেয়। আবার আমার বাড়িতে গিয়ে আমার ছেলে মেয়েদের প্রাণনাশের হুমকি দিয়েছে।
সিরাজগঞ্জ তাড়াশে জোরপূর্বক জমি দখলের বাধা দেওয়ায় মারধর করেছে উপজেলার কুমাল্লু গ্রামের অল্লাদি খাতুন নামে এক নারীকে । এমন অভিযোগ করেছেন ওই নারীর স্বামী শরিফুল ইসলাম। তিনি অভিযোগে করে বলেন, এসএ/ আরএস খতিয়ান ৫৮/১১৪ এবং ৩৬৪/৪৩৬ আর,এস দাগের ৬১ শতক জমি নিয়ে আমাদের সাথে বিরোধীয় থাকায় জেলা আদালতে ১৪৪ধারার আবেদন করেন রায়গঞ্জ উপজেলার পুল্লা গ্রামের আব্বাসের ছেলে হাসেম(৩০)। কিন্তু সেই আইন ভঙ্গ করে গত ২৩ ডিসেম্বর শুক্রবার আব্বাসের ছেলে হাসেম(৩০), বাকী বিল্লাহ(৩৭), মাসুম(৪০), গাফ্ফার(৪৫)সহ আরো (অঞাতনামা) লাঠিয়াল বাহিনী নিয়ে জমি দখল করে চাষ করতে আসে। সেখানে আমি বাড়িতে না থাকায় আমার স্ত্রী বাঁধা দিলে তারা তাকে লাঠি সোঠা দিয়ে এলোপাতাড়ি মারধর করে জখম করে দেয়।তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নেয়। আবার আমার বাড়িতে গিয়ে আমার ছেলে মেয়েদের প্রাণনাশের হুমকি দিয়েছে।
এব্যাপারে হাসেম বলেন, বিগত ১৪বছর থেকে আমরা ওই জমি চাষ করে আসছি। আমাদের কাছে সমস্ত কাগজপত্র আছে। কিন্তু অল্লাদি খাতুনের স্বামী ও ছেলে মেয়েরা বেদখল দেওয়ার চেষ্টা করছে।
এবিষয়ে তাড়াশ থানা অফিসার ইনর্চাজ শহিদুল ইসলাম জানান, জমিটি নিয়ে মারামারির খবর পেয়েছি। তদন্ত মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এবিষয়ে তাড়াশ থানা অফিসার ইনর্চাজ শহিদুল ইসলাম জানান, জমিটি নিয়ে মারামারির খবর পেয়েছি। তদন্ত মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।