আরিফুল ইসলামঃ
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদনা করার স্বীকৃতি স্বরূপ রাজশাহী বিভাগের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন পরিষদ।
রবিবার (১৬ অক্টোবর) সকালে ঢাকা বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিলুর রহমান হাবিবকে বিভাগীয় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস সহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবগণ।
Please follow and like us: