আরিফুল ইসলামঃ
সিরাজগঞ্জ তাড়াশে পুকুর পাড় থেকে ইয়ারজান খাতুন (৬০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার বিকেলের দিকে উপজেলার পৌর এলাকার ভাদাশ গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃত ইয়ারজান ওই গ্রামের মৃত জয়নাল আবেদীনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
স্থানীয়রা জানান, আজ বিকেলের দিকে ওই নারীর বাড়ির পাশে এক পুকুর পাড়ে জঙ্গলের মধ্যে নারীর লাশ পরে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এবিষয়ে তাড়াশ থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Please follow and like us: